Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু


২৮ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৬

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা রনি মিয়া (৩২) মারা গেছেন। ঘটনাস্থলে দু’টি ওয়ান শুটারগান ও দু’টি শটগান, নয়টি কারতুজ এবং বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

শনিবার (২৮ ডিসেম্বর) র‌্যাব-১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে সাতারকুল মগরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনায় একজন র‍্যাব সদস্যও আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান র‍্যাব-১ এর সদস্যরা। সেখানে একদল মাদক বিক্রেতা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে রনি মিয়া (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হন। বাকিরা পালিয়ে যান।

বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর