২৯ ডিসেম্বর শুরু হবে সরকার পতন আন্দোলন: আ স ম রব
২৮ ডিসেম্বর ২০১৯ ১৭:২৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৪২
ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আবদুর রব।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত জে এস ডির কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দলের নেতাকর্মী সমর্থকদের উদ্দেশে আ স ম আব্দুর রব বলেন, ‘আজ আর বক্তব্য দেব না। আগামীকাল ভোট ডাকাতদের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব। সেখানে বক্তব্য দেব। আপনারা যারা আজ এখানে এসেছেন, তারা আগামী কাল প্রেস ক্লাবের সামনে থাকবেন। সেখান থেকে শুরু হবে সরকার পতনের আন্দোলন।’
জেএসডির সভাপতি আরও বলেন, ‘আজকের এই কাউন্সিলে ডাকসুর ভিপি নুরুল হক নুরের আসার কথা ছিল। কিন্তু ছেলেটাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। একবার নয়, ৯ বার তাকে হত্যার চেষ্টা হয়েছে। তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।’
মুক্তিযুদ্ধ মঞ্চের সংগঠকদের সমালোচনা করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ বানিয়েছ। তোমরা ডাকসুর ভিপির গায়ে হাত দিয়েছ। এই ডাকসু স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিল, এই ডাকসু বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছিল, এই ডাকসু বঙ্গবন্ধুকে জাতির স্থপতি আখ্যা দিয়েছিল।’
কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহসীন রশিদ, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন ও বিকল্প ধারার সভাপতি নুরল আমীন বেপারীসহ অন্যরা।
আ স ম আবদুর রব কাউন্সিল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ডাকসু ভিপি নুর নুরুল হক নুর