Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুর ও রাশেদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা


২৮ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ২০:৪৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও বাংলা‌দেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ প‌রিষদ এর সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্নব বাদী হয়ে দুপুরে  রাজধানীর ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিপি নুরের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা

তিনি বলেন, অনুমতি ছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটনোর উদ্দেশে ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের অপরাধে  অর্নব এই দুইজনের বিরুদ্ধে এ মামলা করেন।  ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬ , ২৯ ও ৩১ ধারায় মামলাটি করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ এই মামলাটির তদন্ত করবে।

গত ২৬ ডিসেম্বর ভিপি নুরসহ ২৯ জনের শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম সাব্বির।

ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

এর আগে গত রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ডাকসু ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অভিযোগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। এতে ভিপি নুরসহ তার অনুসারী বেশ কয়েকজন আহত হন।

 নুরের মামলায় প্রধান আসামি সনজিত-সাদ্দাম

হামলার ঘটনায় ভিপি নুরের পক্ষ থেকে ছাত্রলীগের ৩৭ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার প্রধান আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়া হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের তিনজনকে গ্রেফতার করে তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

 

 

আইসিটি টপ নিউজ নুর ভিপি নুর মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর