মুক্তির বার্তা নিয়ে আনাচে-কানাচে ছড়িয়ে পড়ুন: জি এম কাদের
২৮ ডিসেম্বর ২০১৯ ১২:৫১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৪:১৭
ঢাকা: দেশের আনাচে-কানাচে নেতাকর্মীদের ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (২৮ ডিসেম্বর) দলের ৯ম কাউন্সিলে জাপা চেয়ারম্যান এই আহ্বান জানান।
জি এম কাদের বলেন, ‘আমাদের লক্ষ্য ক্ষুধা-দুর্নীতি, দারিদ্র্যমুক্ত দেশ গড়া। দেশের জনগণকে মুক্তি দিতে হবে। এই কারণে মুক্তির বার্তা নিয়ে আনাচে-কানাচে আমাদের ছড়িয়ে পড়তে হবে। আজকের কাউন্সিল থেকে এই দীক্ষা নিতে হবে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘আজকে দেশে শূন্যতা বিরাজ করছে। অনেকে মনে করে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে জাতীয় পার্টি দুর্বল হয়েছে। না এরশাদের মৃত্যুর পরও জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে। আজকে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি তাই প্রমাণ করে।’
কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টির এখন যুদ্ধে যাওয়ার সময়। বৈষম্য মোকাবিলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতীয় পার্টিকে যুদ্ধে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।’
কাউন্সিলে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি গতানুগতিক রাজনীতি করে না। জাতীয় পার্টিতে এখন কোনো দ্বন্দ্ব নেই। এরশাদের আদর্শকে আমাদের বাস্তবায়ন করতে হবে।’
বক্তব্যকালে এরশাদ প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন, প্রত্যেক জেলায় হাইকোর্ট স্থাপন, বিচার ব্যবস্থা পৃথকীকরণসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।
প্রসঙ্গত, শনিবার সকাল ১০টায় জাতীয় পার্টির ৯ম কাউন্সিল শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জি এম কাদের।