Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আ. লীগের সভাপতি


২৮ ডিসেম্বর ২০১৯ ১০:০৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১২:৪০

ঢাকা: আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ২১ তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নতুন কমিটির নেতাদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

গত ২৬ ডিসেম্বর রাত সোয়া ৯টার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ২১ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন নবমবারের মতো দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে, দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের নতুন কমিটি টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর