Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওয়াই দ্বীপে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর মৃতদেহ উদ্ধার


২৮ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৮

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের একটি পাহাড়ের চূড়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ছয়জনের জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশু। শনিবার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবশিষ্ট এক আরোহীর মরদেহের খোঁজে সকাল থেকে আবার অভিযান পরিচালনা করবে তারা।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৬মিনিটে একটি সাফারি হেলিকপ্টার সাতজন আরোহী নিয়ে কাওয়াইয়ের নাপালি সোইকতের দিকে যাত্রা শুরু করে। গন্তব্যস্থলে পৌঁছানোর ৪০ মিনিট আগে ঝড়ো হাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি একটি ঝর্ণার ওপর আছড়ে পড়ে। তারপর থেকেই হেলিকপ্টারটি রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরোহীদের কেউ জীবিত নেই বলে ধারণা করছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মুখপাত্র রবার্ট কক্স জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে তাদের উদ্ধার অভিযান দীর্ঘায়িত হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য থেকেই বেসরকারি ট্যুর কোম্পানির সাহায্যে পর্যটকরা হেলিকপ্টারে করে কাওয়াইয়ের অন্তর্গত হাওয়াই দ্বীপে বেড়াতে এসে থাকেন। চলতি বছরের এপ্রিলে এক হেলিকপ্টার দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল।

টপ নিউজ মৃতদেহ যুক্তরাষ্ট্র হাওয়াই দ্বীপ হেলিকপ্টার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর