জয়পুরহাটে মুজিববর্ষ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা
২৮ ডিসেম্বর ২০১৯ ০৪:০১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০২:০২
জয়পুরহাট: মুজিববর্ষ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জয়পুরহাটে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলার আদি এ খেলায় সদর উপজেলার ১০টি বালক ও ১০টি বালিকা দল অংশ নেয়। একমাস আগে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে।
চূড়ান্ত পর্বে বালিকা দলের মধ্যে সদর উপজেলার পল্লীবালা বালিকা উচ্চবিদ্যালয় ও বালক দলের মধ্যে একই উপজেলার ভাদসা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি লোকমান হাকিম।
পরে বিজয়ী ও রানার্স আপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবুসহ অন্যরা।