Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে মুজিববর্ষ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা


২৮ ডিসেম্বর ২০১৯ ০৪:০১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০২:০২

জয়পুরহাট: মুজিববর্ষ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জয়পুরহাটে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলার আদি এ খেলায় সদর উপজেলার ১০টি বালক ও ১০টি বালিকা দল অংশ নেয়। একমাস আগে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে।

চূড়ান্ত পর্বে বালিকা দলের মধ্যে সদর উপজেলার পল্লীবালা বালিকা উচ্চবিদ্যালয় ও বালক দলের মধ্যে একই উপজেলার ভাদসা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি লোকমান হাকিম।

বিজ্ঞাপন

পরে বিজয়ী ও রানার্স আপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবুসহ অন্যরা।

কাবাডি কাবাডি প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর