Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু


২৮ ডিসেম্বর ২০১৯ ০১:১৬

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় রনি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শামিম (২৫) ও শোভন (২৩) নামে দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

তাদের হাসপাতালে নিয়ে আসা সালমান জানান, নিহত ও আহত তিনজন তার বন্ধু। তাদের বাসা শনির আখড়ার আদর্শ স্কুল রোডে। তারা তিনজন এক মোটরসাইকেলে করে শনির আখড়ার দিকে যাচ্ছিল। হানিফ ফ্লাইওভার ঢালে গেলে মোটরসাইকেল উল্টে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রনি নামের একজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত শামিম জরুরি বিভাগে চিকিৎসাধীন আর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে তার স্বজনরা।

মোটরসাইকেল দুর্ঘটনা হানিফ ফ্লাইওভার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর