Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষতিগ্রস্তদের পাশে আছি, থাকব: আতিকুল ইসলাম


২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৫

ঢাকা: মিরপুরের কালশী এলাকায় অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বস্তি পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এসময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য ২টি কম্বল এবং ৫ হাজার টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান আতিকুল ইসলাম। সেখানে উপস্থিত করপোরেশনের কর্মকর্তাদের তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, এমন ঘটনা সত্যিই হৃদয় বিদারক। আমি এই মানুষগুলোর পাশে আছি। অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে করপোরেশনের কর্মকর্তাদের। আশা করছি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে শিগগিরই তাদের পুনর্বাসন সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অগ্নিকাণ্ড বস্তি মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর