ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য সম্পর্ক দ্বিগুণ করতে চায় বাংলাদেশ
২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:০৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ২৩:০৮
ঢাকা: আগামী ২০২১ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। এ ছাড়া দুইদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করতে ১১টি ক্ষেত্র চিহ্নিত করে সেগুলোতে বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য বিষয়ক কমিটির দ্বিতীয় বৈঠকে এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি শুক্রবার (২৭ ডিসেম্বর) হ্যানয় এ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বাণিজ্য সচিব জাফর উদ্দিন এবং ভিয়েতনামের শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী চাও কয়াক হাং বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে হ্যানয় এর বাংলাদেশ মিশন থেকে এক বার্তায় জানানো হয়, দুইদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করতে ১১টি ক্ষেত্র চিহ্নিত করে সেসব ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলো হচ্ছে কৃষি, ওষুধশিল্প, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোন এ ভিয়েতনামের বিনিয়োগকারীদের বিনিয়োগ, আইসিটি খাতে সহযোগিতা, টেক্সটাইল এবং গার্মেন্টস খাতের দ্বিপাক্ষিক সহযোগিতা, হালাল পণ্য বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, সফটওয়্যার সেবাখাতের বাণিজ্য, দুইদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ, পাট ও পাটজাত পণ্যের বাণিজ্য এবং পর্যটন শিল্পের প্রসার।
বৈঠকে সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য ভিয়েতনামের প্রতিনিধিদেরকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেওয়া হয়। যাতে ভিয়েতনামের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা সরাসরি বাংলাদেশের ওষুধ শিল্প, হাইটেক পার্ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল সরেজমিন ঘুরে অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং সরাসরি বিনিয়োগের পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে।
ঢাকার আলু ব্যবসায়ীরা যাতে ভিয়েতনামের বাজার ধরতে পারে এ জন্য বাংলাদেশের প্রতিনিধিরা ভিয়েতনামের কাছে পরামর্শ চেয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এসব প্রস্তাবনা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে বৈঠকে ভিয়েতনামের প্রতিনিধিরা বলেছেন যে এ সব বিষয়ে তারা সহায়তা করবে।
বার্তায় আরও জানানো হয়, দুই দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে বাণিজ্য সচিব জাফর উদ্দিন ভিয়েতনাম বণিক সমিতির ভাইস প্রেসিডেন্ট ডওয়ান ডু খোং এর সঙ্গে সাক্ষাৎ করেন।