Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


২৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:১৭

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের পশ্চিম পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এদিন দুপুরে জুম্মার নামাজের পরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিতে আসেন তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তাদের দুজনের সঙ্গেই ছিলেন প্রায় ৩ থেকে ৪ হাজার কর্মী সমর্থক।

নয়াপল্টন কার্যালয়ে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন তাদের মনোনয়ন ফরম জমা দিতে যাওয়ার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এ সময় তাদের সমর্থকেরা নয়াপল্টনের সামনের রাস্তায় শ্লোগান দিচ্ছিলেন।

ককটেল বিস্ফোরণের পরেই সেখানে থাকা আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

টপ নিউজ নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর