বিতর্কিতদের মনোনয়ন দেওয়া হবে না: কাদের
২৭ ডিসেম্বর ২০১৯ ১৩:২৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৩:২৮
ঢাকা: নিজেদের কর্মকাণ্ডে যারা বিতর্কিত সিটি করপোরেশন নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যাদের বিরুদ্ধে অপকর্মের কোনো রেকর্ড নেই তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডি ৩ এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত তাদের মনোনয়ন দেব না। যাদের অপকর্মের রেকর্ড নেই এ ধরনের প্রার্থীদের আমরা চুজ করব।’
ওবায়দুল কাদের বলেন, শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেখানে দুই সিটিতে ১৭২ জন কাউন্সিলর ও মেয়র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেব। জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার জন্য বোর্ড বসবে। ক্লিন। ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে আমাদের নেত্রীরও মাইন্ড সেট আছে।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিষয়টি তুলে ধরে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে নারী-পুরুষ মিলিয়ে ১৫ জন নতুন মুখ এসেছে। কমিটি গঠনের পরপরই একটা চ্যালেঞ্জ; ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে। সে জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি জানান, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের দল থেকে আহ্বান করা হয়েছিল। উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে এ পর্যন্ত ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফরম সংগ্রহ করেছে। আর কাউন্সিলর পদে ৪৭৪ জন। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ৩৩৬ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে ৭২ জন এবং উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর পদে ৭০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজকে সারা দিন সময় থাকবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার।
আগামীকাল (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বলেও জানান ওবায়দুল কাদের।