বিএসএমএমইউয়ে স্টেমকন সম্মেলন অনুষ্ঠিত
২৭ ডিসেম্বর ২০১৯ ১২:৫৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৩:১৪
ঢাকা: আগের বছরগুলোর ধারাবাহিকতায় বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেমকন ২০১৯’।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। স্টেমকনের সাফল্য কামনা করে বাণী দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্টেমকনে দেশ-বিদেশের স্টেম সেল থেরাপির বিশেষজ্ঞসহ দেশের ৪০০ চিকিৎসক যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক।
অনুষ্ঠারে স্টেম সেল বিশেষজ্ঞ চিকিৎসকরা লিভার, নিউরোসার্জারি, অস্টিওআথ্রাইটিস, হার্টসহ বিভিন্ন বিষয়ে স্টেম সেল থেরাপির বিভিন্ন গবেষণা তুলে ধরেন।
বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, গত তিন বছরেরও বেশি সময় ধরে সোসাইটির সদস্যরা দেশে স্টেম সেল থেরাপির মাধ্যমে সফলভাবে চিকিৎসা দিয়ে আসছেন। বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি কেবল বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন নয়, এটি গবেষণায় আগ্রহী গবেষকদের আন্তর্জাতিক সংগঠন।
ডা. মাহতাব আরও বলেন, সারাবিশ্বে খুব অল্পসংখ্যক দেশে স্টেম সেলের গাইড লাইন তৈরি করা আছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।
আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি বিএসএমএমইউ স্টেমকন ২০১৯