Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা-৩-এর এমপি ডা. ইউনুস আর নেই


২৭ ডিসেম্বর ২০১৯ ১১:১৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১১:৪৯

ঢাকা: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ডা. ইউনুস আলী সরকার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার সারাবাংলাকে বলেন, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. ইউনুস। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে।

ডা. ইউনুসের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তারা ইউনুস আলী সরকারের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্পিকারের কাছে শপথ নিচ্ছেন ডা. ইউনুস আলী সরকার

ডা. মো. ইউনুস আলী সরকারের জন্ম ১৯৫৩ সালের ১৫ জুন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়। পেশায় চিকিৎসক ডা. ইউনুস ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে (সাদুল্যাপুর-পলাশবাড়ি) ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী নির্বাচনের আগে ২০১৮ সালের গত ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করায় এ আসনটির নির্বাচন স্থগিত থাকে। ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে। ২৭ জানুয়ারি ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ভোটে গাইবান্ধার দুই উপজেলার ১৩২টি ভোটকেন্দ্রে ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পান ডা. ইউনুস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিলারা খন্দকার শিল্পী পান ২৪ হাজার ৩৮৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা ডা. ইউনুসকে জয়ী ঘোষণা করেন। পরে ৩১ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন ডা. ইউনুস আলী সরকার।

গাইবান্ধা-৩ টপ নিউজ ডা. ইউনুস ডা. ইউনুস আলী সরকার সংসদ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর