Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে আহত


২৭ ডিসেম্বর ২০১৯ ০৮:৪২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৮

ফেনী: ফেনী শহরের পুরাতন পশ্চিম ডাক্তার পাড়ায় স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে স্বামী আবদুর রহিম রিমনকে লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে আহত করেছে বখাটেরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রিমনকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক।

আহত রিমনের স্ত্রী ফারিয়া আক্তার জানান, বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ার বাসায় ঢোকার সময় স্থানীয় বখাটে সজিবের নেতৃত্বে একদল তরুণ রাস্তায় অবস্থান করে। এসময় রিমনের উপস্থিতিতে বখাটেরা ফারিয়াকে যৌন হয়রানির চেষ্টা করে। রিমন বাধা দিলে তাকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে দুর্বৃত্তরা।

ফারিয়া বলেন, একপর্যায়ে রিমন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বখাটেরা পালিয়ে যায়। পরে ফারিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। রিমনকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ জানান, আহত রিমেরন শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

পুলিশ বলছে, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উত্ত্যক্ত পিটিয়ে আহত প্রতিবাদ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর