Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজলে হাসান আবদের কুলখানি শুক্রবার


২৬ ডিসেম্বর ২০১৯ ১৮:১৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৮:১৯

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) বাদ আসর এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্র্যাকের দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য স্যার আবেদের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

গত ২০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্যার ফজলে হাসান আবেদ। ২২ ডিসেম্বর রোববার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন ও জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন-

শ্রদ্ধা, স্যার ফজলে হাসান আবেদ

কে ছিলেন, কেমন ছিলেন ফজলে হাসান আবেদ

ফজলে হাসান আবেদের মৃত্যুতে বিশ্বব্যক্তিত্বদের শোক

কুলখানি ফজলে হাসান আবেদ স্যার ফজলে হাসান আবেদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর