Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা


২৬ ডিসেম্বর ২০১৯ ১৬:১৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৮:০২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ইস্যুতে ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের নামে মামলা করা হয়েছে।

শাহবাগ থানায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মামলাটির এজাহার দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম সাব্বির।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই রইচ উদ্দীন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সময়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে।

হামলায় ভিপি নুরসহ ২৪ জনকে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ছয়জনকে ভর্তি রাখা হয়।

হামলার ঘটনায় ভিপি নুরের পক্ষ থেকে ছাত্রলীগের ৩৭ জনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

মামলার প্রধান আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এছাড়া হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের তিনজনকে গ্রেফতার করে তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন

নুরের মামলা ডিবিতে হস্তান্তর
নুরের মামলায় প্রধান আসামি সনজিত-সাদ্দাম
নুরের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা রিমান্ডে
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা
ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ
ভিপি নুরের ওপর হামলা: ঢাবি ভিসির ‘পক্ষপাতে’ উদ্বিগ্ন অভিভাবকরা

বিজ্ঞাপন

টপ নিউজ ডাকসু নুর ভিপি মামলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর