‘আন্দোলনের নামে সহিংসতা, দুর্বল নেতৃত্বের লক্ষণ’
২৬ ডিসেম্বর ২০১৯ ১৬:২৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৮:২৩
ভারতের বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায়, ছাত্র আন্দোলনের দুর্বল নেতৃত্বকে অভিযুক্ত করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ জানান। খবর দ্য হিন্দু।
এই প্রথম ভারতের একজন সেনাপ্রধান দেশটির চলমান বেসামরিক অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে জনসম্মুখে কোনও মন্তব্য করলেন।
জেনারেল বিপিন রাওয়াত বলেন, নেতা কখোনই তার অনুসারীদের বিভ্রান্ত করতে পারেন না। কিন্তু চলমান আন্দোলনে দেখা যাচ্ছে বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীসহ বেসামরিক জনতাকে সহিংসতার দিকে উস্কে দেওয়া হচ্ছে। দূর্বল নেতৃত্বই এর জন্য দায়ী।
তিনি আরও বলেন, নেতৃত্বের সবচেয়ে জটিল ব্যাপারটি হলো, নেতা যে পথে হাঁটবেন অনুসারীরাও সেই পথে যাবেন। ভিড়ের মধ্যে অনেকেই নেতা হয়ে ওঠে। কিন্তু প্রকৃত নেতা অনুসারীদের ভুল পথে পরিচালিত করতে পারেন না।
প্রসঙ্গত, ভারতের বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ডিসেম্বরের ৩১ তারিখ থেকে দেশটির প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএফ) পদে যোগ দিবেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ এই পদটি সৃষ্টি করেছে।
এছাড়াও, ভারতের বর্তমান উপ সেনাপ্রধান এমএম নারাভানে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।