Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ও মুজিববর্ষ: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের দূতের বৈঠক


২৬ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৮

ঢাকা: টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে (২৬ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বৈঠক করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর আস্থা ফেরাতে বাংলাদেশ এবং মিয়ানমারকে এখন পর্যন্ত কমবেশি এক ডজন প্রস্তাব দিয়েছে চীন, যাতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ চীনের এসব প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও মিয়ানমার কোনো পাত্তাই দিচ্ছে না। নতুন বছরের শুরুতে বেইজিংয়ের মধ্যস্ততায় ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। আসন্ন বৈঠককে সামনে রেখে প্রত্যাবাসন ইস্যুতে চীন আরও কয়েকটি নতুন প্রস্তাব দেবে। এইসব বিষয়ে চীনের দূত বৃহস্পতিবারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত লি জিমিং সারাবাংলাকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে আমি কথা দিয়েছি যে আজকে আমাদের মধ্যে যে আলাপ হয়েছে তা বাইরে অন্য কোথাও প্রকাশ করব না। তাই আজকের আলোচনার বিষয়টি জানাতে পারছি না বলে দুঃখিত।’

রাষ্ট্রদূত লি জিমিং আরো বলেন, ‘আজকের (২৬ ডিসেম্বর) বৈঠকে আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন নিয়ে আলোচনা করেছি।’

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, প্রত্যাবাসন ইস্যূতে ঢাকা ইতিবাচক মনোভাব বজায় রাখলেও নেপিডো বারবারই মিথ্যা তথ্য এবং নেতিবাচক মনোভাব দেখিয়ে যাচ্ছে। এর কারণ কী, পররাষ্ট্রমন্ত্রী চীনের দূতের কাছে এসব বিষয়ে আজকে জানতে চান। পাশাপাশি রোহিঙ্গা সংকট কাটাতে সমস্যা এবং সমাধানের পথগুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেন।

বিজ্ঞাপন

এর আগে, ঢাকায় চীন মিশনের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর ইয়ান হুয়ালঙ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সারাবাংলাকে বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে চীন চেষ্টা করে যাচ্ছে। আরও একটি ক্রিপক্ষীয় বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। বৈঠকটির জন্য আমরা উভয় পক্ষের সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করছি।’

ইয়ান হুয়ালঙ আরও বলেন, ‘টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে চীন বেশকিছু নতুন প্রস্তাব দিতে চায়। এ প্রস্তাবগুলো নিয়ে আসন্ন বৈঠকে আলোচনা করা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী মুজিববর্ষ রোহিঙ্গা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর