Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করে মাহবুব তালুকদারের কথা বলা উচিৎ: তথ্যমন্ত্রী


২৬ ডিসেম্বর ২০১৯ ১৫:১৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৬:০৫

ফাইল ছবি

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে সব কথা বলেছেন পদত্যাগ করে তার এসব কথা বলা উচিৎ। পদে থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনার শামিল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনে যতটুকু সংস্কার হয়েছে তা আওয়ামীলীগ সরকারই করেছে। নির্বাচন কমিশনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মাহবুব তালুকদার দায়িত্বশীল পদে থেকে যা বলেছেন তা সমীচীন নয়।’

এ সময় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তের বিষয়টিকে স্বাগত জানান হাছান মাহমুদ।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ আমলে অতীতের সব নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। যার ফলে বিএনপিও অনেক জায়গায় জয় পেয়েছে। পক্ষপাতিত্ব নিয়ে বিএনপির অভিযোগ গতানুগতিক।’

ঐক্যফ্রন্টের ‘কালো দিবস’ পালন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্টের দুইজন সংসদে রয়েছেন। তারা সুযোগ-সুবিধাও নিচ্ছেন। তার ওপর আন্দোলনের হুমকি, নির্বাচন বিরোধী কথা বলাসহ সরকারের সমালোচনা করা মানেই নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করা।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘আন্দোলনের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই। বেগম জিয়া যে কর্মসূচি ঘোষণা করেছিলেন তা এখনও প্রত্যাহার করা হয়নি। ঐক্যফ্রন্ট বলেন, আর বিএনপি বলেন এগুলো তাদের ফাঁকা আওয়াজ।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বুধবার (২৫ ডিসেম্বর) নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার আনার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন আইনত স্বাধীন, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি। তাই গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করার জন্য কার্যকর কমিশন করতে চাইলে সংস্কার আনতে হবে।

বিজ্ঞাপন

ইসি টপ নিউজ তথ্যমন্ত্রী নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার পদত্যাগ বিএনপি মাহবুব তালুকদার সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর