`অমিতের বক্তব্য সমর্থন করে সমগ্র জাতিকে ক্ষুব্ধ করেছেন কাদের’
২৬ ডিসেম্বর ২০১৯ ১৪:২৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৬:০৫
ঢাকা: ভারতের সংসদে পাস হওয়া ‘বিতর্কিত’ নাগরিক সংশোধনী আইন (সিএএ) ও নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন, তাতে সমর্থন দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমগ্র জাতিকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি ভারতের পার্লামেন্টে নাগরিক সংশোধনী আইন পাস হওয়ার সময় সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘বাংলাদেশে বিএনপির শাসন আমলে ব্যাপকহারে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। নির্যাতনে শিকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় প্রাণের ভয়ে ভারতে পালিয়ে এসেছে।’
এই বক্তব্যের প্রতিবাদ জানাতে ২২ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরের দিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের বাস্তবতায় সেটা কি অসত্য?’
এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভারতের লোকসভায় বিএনপি ও খালেদা জিয়ার সরকার সম্পর্কে অমিত শাহ যে অসত্য বক্তব্য দিয়েছেন, তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেবে বলে গোটা জাতি যখন প্রতীক্ষা করছে, ঠিক তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অমিত শাহ’র বক্তব্যকে সমর্থন জানিয়ে গোটা জাতিকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছেন।’
তিনি বলেন, ‘ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ‘নাগরিক সংশোধনী আইন (সিএএ) ও এনআরসি’সংকট নিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশের শান্তিপ্রিয় মানুষ, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট এবং বিশ্বের বিবেকবান মানুষেরা চরমভাবে উৎকন্ঠিত। বিশেষ করে, উপমহাদেশের সকল ধর্ম, বর্ণ, মত ও পথের মানুষ এ আইনের ভয়াবহতা উপলব্ধি করে সরব প্রতিক্রিয়া ব্যক্ত করছে।’
এমনকি পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ‘দিল্লির রামলীলা ময়দানে’ প্রকাশ্য জনসভায় ‘নাগরিক সংশোধনী আইন (সিএএ) ও এনআরসি’ ইস্যুতে ভারতের জনগণের ক্ষোভ ও উৎকন্ঠা দূরীভুত করতে নমনীয় মনোভাব প্রকাশ করছেন’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘ঠিক এরকম পরিস্থিতিতে, সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে অমিত শাহ’র পার্লামেন্টে দেওয়া মিথ্যা, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ধর্মীয় বিভক্তি সৃষ্টিকারী বক্তব্যের পক্ষে অত্যন্ত নির্লজ্জভাবে অবস্থান গ্রহণ করেছেন। তাদের এই বক্তব্য শুনে মনে হচ্ছে এনআরসির ফলে নাগরিকত্বহীন হয়ে পড়া আসাম ও পশ্চিমবঙ্গের জনগণকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে বর্তমান নতজানু সরকার।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
ওবায়দুল কাদের ক্ষুব্ধ জাতি টপ নিউজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্তম্ভিত