Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিহ্যাব মেলায় ৯.৫% সুদে গৃহঋণ


২৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৫:২০

ঢাকা: রিহ্যাবের শীতকালীন মেলায় সর্বনিম্ন ৯.৫% সুদে গৃহ ঋণ মিলছে। কম সুদে এই ঋণ দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সিটি ব্যাংকের ঋণের হারও ১০% নিচে। কোনো কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ১০.৫% থেকে ১১.৫% সুদে ঋণ সুবিধা দিচ্ছে। ঋণ সম্পর্কে তথ্য জানতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্টলে ভিড় করছেন মেলায় আসা ক্রেতারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান শীতকালীন রিহ্যাব মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন স্টল ঘুরে এসব তথ্য জানা গেছে। ২৪ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামী ২৮ ডিসেম্বর।

বিজ্ঞাপন

মেলায় আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে, মেলায় এবার সর্বনিম্ন ৯.৫ শতাংশ সুদে হাউজ লোন দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সিটি ব্যাংক দিচ্ছে ৯.৯০ শতাংশ সুদে লোন। তবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে সুদ হার ১০ শতাংশ। মেলায় প্রতিষ্ঠানটি প্রসেসিং ফি রাখছে অর্ধেক। ব্রাক ব্যাংক দিচ্ছে ১০ শতাংশ সুদে হাউজ লোন। এই ব্যাংকটিও প্রসেসিং ফি অর্ধেকে নামিয়ে এনেছে। মিউচুয়াল ট্রাস্টের সুদ হার ১০.৫, প্রাইম ১০.৫, ডেল্টা ১০.৫, আইডিএলসি সার্ভিস হোল্ডারদের জন্য ১০.৯৯ ও ব্যবসায়ীদের জন্য ১১.৪৯, লংকা বাংলা-১১.৪৯, ব্যাংক এশিয়া ১১, স্ট্যান্ডার্ড ১১, ন্যাশনাল হাউজিং ১১ এবং আইপিডিসি ১১ শতাংশ সুদে লোন দিচ্ছে। আর আইএফআইসির সুদ হার ১০ থেকে শুরু ১১ শতাংশ। মেলায় ফ্ল্যাট ও প্লট কিনতে আসা ক্রেতাদের অনেককেই ঋণ নিতে ব্যাংকের স্টলে খোঁজ নিতে দেখা গেছে।

এদিকে, মেলায় ছোট আকৃতির ফ্ল্যাটের দামও আকাশচুম্বী বলে ক্রেতাদের অভিযোগ। বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের স্টলে খোঁজ নিয়ে জানা গেছে, এলাকা ভেদে বিভিন্ন আকৃতির ফ্ল্যাটের দামের মধ্যে তারতম্য আছে। জমির দাম বেশি বলেও ক্রেতাদের অভিযোগ।

বিজ্ঞাপন

রিহ্যাব জানিয়েছে, পাঁচ দিনের এই মেলায় রয়েছে ২৬০টি স্টল। ১১৬টি আবাসন প্রতিষ্ঠান, ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ৩০টি নির্মাণ সামগ্রী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত ।

৯.৫% সুদে গৃহ ঋণ টপ নিউজ রিহ্যাব মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর