র্যাব পরিচয়ে টাকা দাবি, গ্রেফতার ২
২৫ ডিসেম্বর ২০১৯ ২১:১৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ২১:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) কর্মকর্তা পরিচয়ে টাকা দাবির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাতরি চৌমুহনী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল আলম টিপু (৩১) উপজেলার বরুমছড়া এবং নাজিম উদ্দিন (৩৬) বৈরাগ ইউনিয়নের বাসিন্দা।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান সারাবাংলাকে জানান, টিপু ও নাজিম আনোয়ারাসহ আশপাশের এলাকায় লোকজনকে টার্গেট করে টেলিফোন র্যাব পরিচয় দিয়ে টাকা দাবি করে। বেশ কয়েকজনের কাছ থেকে এ ধরনের তথ্য পাওয়ার পর তাদের বিষয়ে তদন্ত শুরু করে র্যাব। তদন্তে পাওয়া যায়, গত ১ ডিসেম্বর বরুমছড়া এলাকায় দেশে ফেরত এক প্রবাসীর কাছ থেকে ৫০ হাজার টাকা দবি করে টিপু ও নাজিম। বিষয়টি জানার পর তাদের ধরার জন্য ফাঁদ পাতে র্যাব।
বুধবার বিকেলে আনোয়ারার চাতরি চৌমুহনী বাজারে টিপু ও নাজিম টাকা নিতে আসার পর র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করেন।