২ সিটিতে কাউন্সিলর পদে আ.লীগের মনোনয়ন বিক্রি বৃহস্পতি ও শুক্রবার
২৫ ডিসেম্বর ২০১৯ ২০:৫৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ২১:১০
ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলের সমর্থন প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
বুধবার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীরা আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ও শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় সমর্থনের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৭ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে। আবেদনপত্রের ফি ১০ হাজার টাকা।
এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুই সিটিতে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিন দুই সিটিতে মেয়র পদে চার জন করে মোট আট জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এর আগে, গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি। দুই সিটিতে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।