Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রান্নাঘরে, প্রাণ গেল গৃহবধূর


২৫ ডিসেম্বর ২০১৯ ২০:২৫

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে, এতে ঘরের ভিতর রান্না করা অবস্থায় কাজলী খাতুন (৪০) নামের গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের গহের আলীর স্ত্রী কাজলী খাতুন সকালে পরিবারের লোকজনের জন্য খাবার তৈরি করছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-১৯৬০) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রান্না ঘরে ঢুকে পড়ে। এতে ওই গৃহবধু দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজলীর দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঘরে ঢুকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর