দুই সিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: জি এম কাদের
২৫ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৬
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’
বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দিয়ে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘যেহেতু দেশের মানুষ অনেক ক্ষেত্রেই এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছেন। দেশের মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা মনে করছেন। দেশের মানুষের ধারণা জাতীয় পার্টি নির্ঝঞ্জাট এবং জনকল্যাণমূলক একটি দল।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজী এবং মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন। তাই জাতীয় পার্টির দিকে সাধারণ মানুষের একটি আগ্রহ আছে। আশা করছি, এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা আগের চেয়ে অনেক ভালো ফলাফল করবে।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ প্রথমেই স্থানীয় সরকার প্রতিনিধিকে হাতের কাছে পান। তাই তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাও বেশি থাকে।’
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘ইতোপূর্বে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়েই করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেবো।’
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ‘প্রতিটি কাউন্সিলর পদে যেনো জাতীয় পার্টির একাধিক প্রার্থী না থকে। কারণ একাধিক প্রার্থী হলে, ঘরের শত্রু বিভিষণ অবস্থা হতে পারে।‘
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম গ্রহণ করেন। এছাড়া অর্ধশত কাউন্সিলর প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, যুগ্ম মহাসচিব, গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সম্পাদক মণ্ডলীর সদস্য ইসহাক ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, মঞ্জুর হোসেন, আনিসুর রহমান খোকন, এম এ রাজ্জাক খান, জাহাঙ্গীর আলম পাঠান, কাজী আবুল খায়ের, সুমন আশরাফ ও জয়নাল আবেদিন।
দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কাল:
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, কাকরাইল অফিসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী মেয়র ও কাউন্সিলর প্রার্থী পদে মনোনয়ন পত্র গ্রহণ করবেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র বিতরণ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন জাতীয় পার্টি মহানগর দক্ষিণের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।