Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকংয়ে পুলিশের সাথে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সংঘর্ষ


২৫ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৬

বড়দিনের উৎসবের মধ্যেও হংকংয়ে পুলিশের সাথে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) হংকংয়ের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনার খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।

হংকংয়ের বেইজিংপন্থি প্রধান নির্বাহী ক্যারি লাম এএফপিকে জানিয়েছেন, আন্দোলনকারীরা বড়দিনের উৎসব মাটি করে দিয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি আন্দোলনকারীদের লাগামহীন ও স্বার্থপর দাঙ্গাবাজ বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা হংকংজুড়ে বিভিন্ন শপিং সেন্টারের সামনে জড়ো হয়ে ছোট আকারে ফ্ল্যাশমবের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। আন্দোলনকারীদের সাথে ওইসব অঞ্চলে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, পিপার স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

স্থানীয় টিভি সাংবাদিকরা এএফপিকে জানিয়েছেন, সাদা পোশাকের পুলিশ আন্দোলনকারীদের ভিড়ে মিশে থেকে কয়েকজনকে প্রতিবাদস্থল থেকে আটক করেছে।

প্রসঙ্গত, বন্দি প্রত্যর্পন বিল বাতিলকে কেন্দ্র করে হংকংয়ে  ছয় মাস ধরে সরব রয়েছেন গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। বিতর্কিত ওই বিল বাতিল করার পর, এখন সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন তারা। ইতোমধ্যেই ওই আন্দোলন থেকে ছয় হাজার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। মূলতঃ শপিংমলগুলোকে লক্ষ্য করে এই আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে। হংকংয়ের একটি স্থানীয় সরকার নির্বাচনে বেইজিংপন্থি প্রার্থীরা গণতন্ত্রপন্থি আন্দোলনের প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন।

আন্দোলনকারী গণতন্ত্রপন্থি পুলিশ বড়দিন হংকং

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর