যমুনা ব্যাংকের উদ্যোগে রংপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা
২৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৫
ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে রংপুরের হারাগাছার সারাই মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা’র আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ভরসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের প্রধানগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
অনুষ্ঠানে প্রায় ২৯৫৮ রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ৩৫৫ জন চোখের রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।