‘সিসিটিভির ফুটেজ দেখে ডাকসুর ঘটনায় ব্যবস্থা’
২৫ ডিসেম্বর ২০১৯ ১৫:১৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৯
ঢাকা: ডাকসুতে হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডাকসুতে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ‘ডাকসুতে হামলার সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে’
এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন।’
তিনি আরও বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচানোর জন্য সবাইকে সচেষ্টা হতে হবে। আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই না। কাজেই আমাদের এ বিষয়ে সচেষ্ট থাকতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে। তাদের সোনালী ভবিষ্যত নিশ্চিত করতে মাদককে ধ্বংস করতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা।