শাহজালালে ৬ ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠানামা
২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:০৪
ঢাকা: ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা সবধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
বুধবার (২৫ ডিসেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান।
তিনি সারাবাংলাকে বলেন, ‘রাত দেড়টা থেকে সকাল সাড়ে সাতটা অবধি শাহজালালে সবধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এতে বাংলোদেশ বিমানের দুটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করেছ। অপরদিকে ইউএসবাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে নেমেছে। এছাড়া শাহজালাল থেকে কুয়েত, সৌদি ও থাইসহ আন্তর্জাতিক আটটি ফ্লাইট মধ্যরাত থেকে সকালের মধ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলে সময় মতো যেতে পারেনি। সকালের দিকে এর মধ্যে দুটি ফ্লাইট ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে সারাদিনই সব ধরনের ফ্লাইট ওঠানামায় শিডিউল বিপর্যয় থাকবে।
এদিকে নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে না যাওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
টপ নিউজ ফ্লাইট ওঠানামা বন্ধ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর