ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২৫ ডিসেম্বর ২০১৯ ০৯:২৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:২৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয়পারে আটকা পড়েছে রয়েছে কয়েকশ যানবাহন। ফলে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঘন কুশায়ার কারণে দুর্ঘটনায় আশঙ্কায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার (২৫) সকাল ৯ টা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত কুয়াশা কাটেনি বলে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়ে পদ্মা নদী। রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি পারাপার বন্ধ থাকায় নদীর উভয় ঘাটে কয়েকশ যানবাহন আটকে রয়েছে।
কুয়াশা কেটে গেলে ফেরি চলাচলের অনুমতি দেওয়া হবে এবং জন ভোগান্তি কমে আসবে বলে জানান মহিউদ্দিন রাসেল।