Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা


২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১০:৩০

ঢাকা: নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে শিমুলিয়া কাওরাকান্দি-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় কনকনে শীতের মধ্যে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। এছাড়া কুয়াশার কারণে তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টা থেকে এ রুটের সব ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটে আকস্মিক ফেরি বন্ধ হওয়ায় যানবাহনের জটলা বাড়ছে। অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন, নৈশ কোচসহ সব মিলিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এতে করে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী ও শিশুদের। তীব্র শীতের কারণে ফেরি পার না হওয়ায় যাত্রীদের বাস থেকে নামতে দেখা যায়নি।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত ১০ মাসে ড্রেজিং করেও সংকট মোকাবিলায় টিকে থাকতে পারছে না ড্রেজিং বিভাগ। লোহজং টার্নিং পয়েন্ট, বিকল্প চ্যানেল ও পুরাতন চ্যানেলের পলি ও বালু জমে নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে।

ফেরি পারাপারের অপেক্ষায় সাকুরা পরিবহনের রাকিবুল হাসান নামের এক যাত্রী বলেন, ‘দীর্ঘক্ষণ বাসে বসে থাকার পর জানতে পারলাম, ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকালে অফিসে যাওয়া নিয়ে খুব চিন্তায় রয়েছি।’

বিআইডব্লিউটিসি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ‘ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও নব্যতা সংকটও ফেরি বন্ধ রাখার আরেকটি কারণ।’

তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১২টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। এ সময় তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

বিজ্ঞাপন

কাঁঠালবাড়ি ঘন কুয়াশা ফেরি চলাচল বন্‌ধ শিমুলিয়া কাওরাকান্দি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর