ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর আশ্বাস গণপূর্তমন্ত্রীর
২৫ ডিসেম্বর ২০১৯ ০৫:৩০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:০৫
ঢাকা: আবাসন ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর আশ্বাস দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি জানান, এ সংক্রান্ত বিল সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় আয়োজন শীতকালীন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘ফ্ল্যাটের নিবন্ধন ফি কমাaনোর বিল আগামী সংসদ অধিবেশনে উঠবে। এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। বিলটি এখন ভেটিংয়ে আছে। সংসদের আগামী অধিবেশনে এটি উপস্থাপন করা হবে।’
ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ফি বর্তমানে ১৪ থেকে ১৬ শতাংশ। আবাসন ব্যবসায়ীদের দাবি এই ফি’র হার অনেক বেশি। তাই আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানিয়ে আসছে।