ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে বিঘ্ন
২৫ ডিসেম্বর ২০১৯ ০২:৩০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০১:২৩
সিরাজগঞ্জ: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার পর থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক পুরোপুরি ঘন কুয়াশায় ঢেকে যায়। এরপর থেকেই যান চলাচলে নেমে আসে ধীরগতি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুম জানান, কুয়াশার কারণে কিছু চোখে পড়ছে না। হেডলাইট জ্বালিয়েও দূরের বস্তু দেখা যাচ্ছে না। ফলে গাড়ির গতি কমে গেছে।