হামলায় আহত এ পি এম সোহেলের মাথায় অস্ত্রোপচার
২৪ ডিসেম্বর ২০১৯ ২৩:৫২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০০:০৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় আহত এ পি এম সোহেলের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেলকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর উপ-পরিচালক ডা. আব্দুর রহিম বলেন, ‘সোহেলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। রাত ৯টায় তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় এবং রাত সাড়ে ৯টায় অস্ত্রোপচার শেষ হয়।’
ডা. আব্দুর রহিম বলেন, ‘আগেই জানানো হয়েছিল সোহেলের মাথায় ফ্যাক্চার ছিল। বিকেলে তার মাথার আরও একটি সিটিস্ক্যান করা হয়। রিপোর্ট দেখে রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা।’
আহত এ পি এম সোহেল টপ নিউজ ডাকসু ডাকসু নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়