Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওড়না-স্যান্ডেল মিলল তুলার ক্ষেতে, পুকুরে মিলল মৃতদেহ


২৪ ডিসেম্বর ২০১৯ ২২:০৫

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম আফরোজা খাতুন (২৮)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে আফরোজার মৃতদেহের সন্ধান পায় স্বজনরা।

আফরোজা খাতুন মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে। তার স্বামী গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের শিপন মিয়া। শিপন বিদেশে থাকেন ও তাদের বড় ছেলে ঢাকায় থাকে। তাই ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন আফরোজা।

করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, প্রতিদিনের মতো গতরাতে নিজের ঘরে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন আফরোজা। সকালে ঘুম থেকে ওঠার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির কাছের একটি তুলার ক্ষেতে তার ওড়না ও স্যান্ডেল পাওয়া যায়। এতে সন্দেহ বেড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশি আজাদ বক্সের পুকুরে পাওয়া যায় আফরোজার মৃতদেহ।

ওসির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেইসঙ্গে এ ঘটনার রহস্য উন্মোচনের কাজও শুরু হয়েছে।

 

 

 

নারীর মৃতদেহ পুকুরে মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর