Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষা বাড়ল ৩৯ পদে, আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি বৃহস্পতিবার


২৪ ডিসেম্বর ২০১৯ ২১:৪৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ২২:৪৮

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলে দলের কেন্দ্রীয় কমিটির যে ৩৯টি পদ এখনো শূন্য আছে, সেগুলোতে কারা আসছেন তা জানতে অপেক্ষার সময় বাড়লো।

তিনি বলেন, আমাদের বৈঠকে দু’টি এজেন্ডা ছিল— ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন এবং দলের কমিটির শূন্য পদগুলো পূরণ করা। বৈঠকে প্রেসিডিয়াম সদস্যদের মতামত নেওয়া হয়েছে। সবাই লিখিত আকারে যার যার পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি, এগুলো দেখে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। গণভবনে এদিন দলের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই দলের কেন্দ্রীয় কমিটির শূন্য পদগুলোতে নির্বাচিতদের নাম ঘোষণা হবে বলে ধারণা করছিলেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন- প্রথম বৈঠকে বসেছেন আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা

গত ২১ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন নবমবারের মতো দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে, দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ পদের মধ্যে ৯টি সম্পাদকীয় ও দু’টি উপসম্পাদকীয় এবং ২৮ সদস্য পদসহ মোট ৩৯টি পদ এখনো খালি।

শূন্য পদগুলো পূরণের জন্য ছাত্রনেতাদের কাউকে বিবেচনা করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের আগেও আপনারা অনেকের নাম দিয়েছেন। আসলে এক ধরনের স্পেকুলেশন থাকেই, স্পেকুলেটিভ রিপোর্টও হতে পারে। আপাতত বিষয়টি স্পেকুলেশনের মধ্যেই থাকুক। একটু সারপ্রাইজ থাকুক।

বিজ্ঞাপন

মন্ত্রিসভায় যারা স্থান পাননি, তাদের কেউ কমিটিতে আসবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়েও সভায় আলোচনা হয়েছে। আমাদের লিডার, প্রেসিডিয়াম ও দলের সভাপতি শেখ হাসিনা দায়িত্ব নিয়েছেন। আশা করছি তিনি আগামীকালের মধ্যে বিষয়টি ফাইনালাইজ করবেন।

৩ জানুয়ারিকে জাতির জনককে শ্রদ্ধা, প্রথম যৌথ সভা

দলের এই সাধারণ সম্পাদক জানান, নতুন কমিটি ঘোষণার পর আগামী ৩ জানুয়ারি দলের নতুন নেতৃত্ব ও উপদেষ্টা পরিষদের সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। তারা ঢাকা থেকে সড়কপথে বাসযোগে যাবেন টুঙ্গিপাড়ায়। সেখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে দলের নতুন কমিটির প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সব সদস্যই উপস্থিত ছিলেন। তারা হলেন— সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এছাড়া পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন বৈঠকে।

ফাইল ছবি

আওয়ামী লীগ টপ নিউজ পূর্ণাঙ্গ কমিটি প্রেসিডিয়াম মিটিং সভাপতিমণ্ডলীর সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর