Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুদ্ধাচার চর্চায় দেশ গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর


২৪ ডিসেম্বর ২০১৯ ২১:১২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ২১:৩৬

ঢাকা: শুদ্ধাচার চর্চার মাধ্যমে দেশকে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে সব স্তরের সরকারি কর্মচারীকে শুদ্ধাচার চর্চা করতে হবে। সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সবার কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শুদ্ধাচার পুরস্কারের মাধ্যমে সরকারি কর্মচারীদের কাজের স্বীকৃতি দিচ্ছে এবং শুদ্ধাচার চর্চায় উদ্বুদ্ধ করছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীরা  আরও বেশি নিষ্ঠার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হবে। এসময় সরকারি কর্মচারীদের আরও বেশি কর্মদক্ষ করে গড়ে তুলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনির উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শুদ্ধাচার পুরস্কার পেলেন যারা

এ বছর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দফতর প্রধানের মধ্য থেকে তিন জনকে শুদ্ধ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— দফতর/সংস্থা প্রধান ক্যাটাগরিতে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার, গ্রেড-১ থেকে গ্রেড-১০ ক্যাটাগরিতে উপসচিব মো. নূরুল হক ও গ্রেড-১১ থেকে গ্রেড-২০ ক্যাটাগরিতে প্রশাসনিক কর্মকর্তা বীণা সরকার। প্রতিমন্ত্রী এসময় পুরস্কারপ্রাপ্তদের হাতে একমাসের বেতনের সমপরিমাণ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করেন।

বিজ্ঞাপন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয় শুদ্ধাচার শুদ্ধাচার চর্চা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর