প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. এ বি এম আবদুল্লাহ
২৪ ডিসেম্বর ২০১৯ ২০:৫৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ২১:১৩
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। সচিব পদমর্যাদায় একুশে পদকপ্রাপ্ত এই চিকিৎসককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন।
নিয়োগপ্রাপ্তির খবরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. এ বি এম আবদুল্লাহ। তিনি সারাবাংলাকে বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। তিনি দৃঢ় নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যে তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আমার ওপর আস্থা রেখেছেন, সেজন্য আমি গর্বিত। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই যেন প্রধানমন্ত্রীর এই আস্থার প্রতিদান আমি দিতে পারি।
মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আব্দুল্লাহ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক। দীর্ঘদিন ধরেই তিনি প্রধানমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত দায়িত্ব পালন করছেন। গত আগস্টে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘ইউজিসি প্রফেসরশিপ’ পান তিনি। গবেষণায় অবদানের জন্য ২০১৬ সালে সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। ২০১৭ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর বিএসএমএমইউ থেকে অবসরে যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিকিৎসক।
এর আগে, অধ্যাপক ডা. নুরুল ইসলাম প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আর কোনো সরকারপ্রধানের কোনো ব্যক্তিগত চিকিৎসক ছিল না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করছিলেন লে. কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী। এ বি এম আব্দুল্লাহ ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব নিলে দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের স্থান পাবেন তিনি।
ডা. এ বি এম আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিএসএমএমইউ