Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছয় ইটভাটা মালিককে ১৮ লাখ টাকা জরিমানা


২৪ ডিসেম্বর ২০১৯ ১৯:০৪

ইটভাটা (প্রতীকী ছবি)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছয়টি ইটভাটার মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন ছয়টি প্রতিষ্ঠানের প্রতিটিকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— খাজা ব্রিকস, বার আউলিয়া ব্রিকস, আকতারিয়া ব্রিকস, এ এইচ ব্রিকস, মজিদিয়া ব্রিকস এবং আরব ব্রিকস।

অধিদফতরের কর্মকর্তারা জানান, ছাড়পত্র না নিয়ে সনাতন পদ্ধতিতে ইট প্রস্তুত করে পরিবেশ দূষণ করায় তাদের জরিমানা করা হয়েছে।

মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন সারাবাংলাকে বলেন, সম্প্রতি পরিবেশ অধিদফতরের টিম লোহাগাড়ায় ইটভাটাগুলো পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পায়। ইটভাটাগুলোর একটিরও ছাড়পত্র নেই। তাদের চিমনির উচ্চতা ১২০ ফুট। সনাতন পদ্ধতিতে গাছ পুড়িয়ে ইট প্রস্তুত করছে তারা, যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের পরিপন্থী। এ জন্য তাদের পরিবেশ অধিদফতরের শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়েছিল।

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইট প্রস্তুত করতে না পারলে ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে তাদের সতর্ক করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।

ইটভাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর