Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে হামলার মূল ইন্ধনদাতা হাছান মাহমুদ: জয়নুল


২৪ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৭

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন দাবি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকসহ ছাত্র নেতাদের ওপর হামলার মূল ইন্ধনদাতা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তাই তার বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান বিএনপির এ নেতা।

বিজ্ঞাপন

জয়নুল বলেন, ‘বিএনপির যেকোনো কর্মসূচির পরই মামলা দেওয়া হয়। দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে মামলার এক নম্বর আসামি করা হয়। আজ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমরা দাবি জানাই এই মন্ত্রীকে (হাছান মাহমুদ) একজন হুকুমদাতা হিসেবে আসামি করা হোক। কেউই আইনের ঊর্ধ্বে নয়, তাহলে এই মন্ত্রী কেন আইনের ঊর্ধ্বে থাকবেন?’

হামলার ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছেন তিনি। জয়নুল আবেদীন বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ছাত্রলীগের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হচ্ছে না। ছাত্রলীগ হামলা চালিয়ে যাচ্ছে, আর একটি মহল ছাত্রলীগকে উসকে দিচ্ছে।’

ভবিষ্যতে নুরের ওপর কোনো হামলা হলে বাংলাদেশের মানুষ বসে থাকবে না, আইনজীবীরা বসে থাকবে না বলেও উল্লেখ করেন জয়নুল। হামলার ঘটনা জানার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ঢাবির ভিসি ও প্রক্টরের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফজলুর রহমান খান। এসময় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, আইনজীবী নেতা আবেদ রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যরা।

জয়নুল আবেদীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর