নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে উত্তাল কলকাতা, নেতৃত্বে মমতা
২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৫২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৭:০২
ভারতের রাজ্যসভায় পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল সমগ্র ভারত। তার আঁচ লেগেছে পশ্চিমবঙ্গেও। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কলকাতার স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে গান্ধী ভবন পর্যন্ত সিএএ বিরোধী মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে নেতৃত্ব দেন মমতা ব্যানার্জি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
মিছিলের উদ্বোধনী বক্তব্যে মমতা ব্যানার্জি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ওদের ফাঁদে পা দিবেন না। এ লড়াই সব মানুষের অধিকার রক্ষার লড়াই। এ লড়াইয়ে যোগ দিন।
#WATCH: West Bengal Chief Minister Mamata Banerjee raises slogans against Bharatiya Janata Party (BJP), Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC) in Kolkata. pic.twitter.com/06hoAl6Fi0
— ANI (@ANI) December 24, 2019
এর আগে, সংশোধিত নাগরিকত্ব আইন ও বিজেপি সরকারের বিরুদ্ধে সপ্তাহব্যাপী বিক্ষোভে অংশ নেন মমতা। তার মধ্যে টানা তিন দিন মহামিছিল এবং পরের দুইদিন বিক্ষোভ সমাবেশ আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই বিক্ষোভের শুরু থেকেই রাজপথে সরব তৃণমূল প্রধান।
প্রসঙ্গত, এর আগে কলকাতার রাসমনি অ্যাভিনিউ থেকে মমতা ব্যানার্জি বিজেপিকে লক্ষ্য করে বলেছিলেন, সাহস থাকলে নাগরিকত্ব আইনের ইস্যুতে গণভোটের আয়োজন করুক সরকার। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে ভোট গণনার মাধ্যমে প্রমাণ হবে জনগণ এই আইনের পক্ষে না বিপক্ষে। তারপরই বিজেপির পক্ষ থেকে সোমবার (২৩ ডিসেম্বর) সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে অভিনন্দন মিছিল করে। ওই মিছিল থেকে বলা হয়, পশ্চিমবঙ্গ সিএএ ইস্যুতে বিজেপি সরকারে পাশে আছে।
কলকাতা তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিজেপি ভারত মমতা ব্যানার্জি