আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০৯ জঙ্গির মৃত্যু
২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:০৮
আফগানিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে চালানো ২৪ ঘন্টার অভিযানে অন্তত ১০৯ জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪৫ জন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে ৫ জঙ্গি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার বার্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের ওই টুইটার বার্তায় বলা হয়েছে, ২৪ ঘন্টায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ১৫টি আলাদা আলাদা প্রদেশে ১৮টি অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অর্ধশতাধিক জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে আটক রয়েছে। এদের মধ্যে অধিকাংশই তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের জঙ্গি সদস্য।
তবে, অভিযানে মারা যাওয়া ও আটক হওয়া সব জঙ্গি একই গ্রুপের সদস্য কি না, সে ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।