Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবকিছু দ্বিগুণ ‘হাঙ্গামা টু’ তে


২৪ ডিসেম্বর ২০১৯ ১৩:৫০

‘হাঙ্গামা’কে হিন্দি ছবির ইতিহাসে অন্যতম সেরা কমেডি ধরা হয়। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি আজো অনেকের পছন্দের তালিকায়। আগের তুলনায় হাসি-আনন্দ-মজা সবকিছু দ্বিগুণ দিতে ১৬ বছর পরে আসছে ‘হাঙ্গামা টু’। এবারও প্রযোজক ভেনাস।

বলিউডের অন্যতম ‘কাল্ট কমেডি’র এবারের পর্ব পরিচালনা করবেন প্রিয়দর্শন। কাস্টিংয়ে রয়েছেন পরেশ রাওয়াল ও শিল্পা শেঠীর মত পরীক্ষিত শিল্পীর পাশাপাশি একদমই ফ্রেশ লুক মিজান জাফরি ও প্রণীতা সুভাষ।

বিজ্ঞাপন

মিজান জাফরির অভিষেক হয়েছে এ বছর সঞ্জয়লীলার হাত ধরে ‘মালাল’ দিয়ে। এ অভিনেতা জানাচ্ছেন, তিনি পুরোপুরি প্রস্তুত এরকম একটি কমেডি ছবিতে অভিনয়ের জন্য তা যতটাই চ্যালেঞ্জিং হোক না কেন। আর কমেডি করা খুব একটা কঠিন হবেনা মিজানের জন্য। কারণ তার বাবার নাম যে জাভেদ জাফরি। যিনি বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান হিসেবে খ্যাত।

এ ছবি দিয়ে পরেশ রাওয়াল ও প্রিয়দর্শন সাত বছর পর আবার একসাথে কাজ করতে যাচ্ছেন। তারা দুজনে মিলে এর আগে হেরা ফেরি, ভাগাম ভাগ, মালামাল উইকিলির মত ব্লকবাস্টার কমেডি উপহার দিয়েছেন। ধরা হচ্ছে এবারও এর ব্যতিক্রম ঘটবে না।

একই প্রত্যাশা পরেশের কণ্ঠে, ’১৬ বছর আগে মুক্তি পেয়েছিলো হাঙ্গামা। ভাবা যায়! দর্শক এখনও ছবিটির কথা মনে রেখেছে। আমার বিশ্বাস দর্শকরা আগের চেয়ে দ্বিগুণ বিনোদন পাবেন।’

ভেনাসের কর্ণধার রতন জৈন জানিয়েছেন,  ‘হাঙ্গামা টু’ দেখে মন খুলে হাসার জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সালের ১৪ আগস্ট পর্যন্ত।

পরেশ রাওয়াল প্রণীতা সুভাষ প্রিয়দর্শন বলিউড ভেনাস মিজান জাফরি শিল্পী শেঠী হাঙ্গামা হাঙ্গামা ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর