Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ু দূষণের অপরাধে ঠিকাদারসহ ৪ বাড়ি মালিককে জরিমানা


২৪ ডিসেম্বর ২০১৯ ১৩:৩০

ঢাকা: পরিবেশ ও বায়ু দূষণের অপরাধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক ঠিকাদারসহ ৪ বাড়ির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও মো. আবদুল হামিদ মিয়া।

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পরিবেশ দূষণকারী যেই হোক কাউকে ছাড় দেবো না। আজ থেকে অভিযান শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে। একটি সুন্দর বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’

অভিযান পরিচালনাকরী নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, ‘নিকেতন এলাকায় বাড়ি নির্মাণের সামগ্রী সড়ক ও ফুটপাতে ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল বাড়িওয়ালারা। সেই সঙ্গে নির্মাণ সামগ্রী ঢেকে না রাখায় বাতাসের সঙ্গে মিশে পরিবেশ দূষণ করছে মাটি ও বালু।’ এসব কারণে একজন ঠিকাদারসহ ৪ জন বাড়ি মালিকের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

জরিমানা ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বায়ু দূষণ ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর