ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস গিরিখাতে, ২৫ জনের মৃত্যু
২৪ ডিসেম্বর ২০১৯ ১২:৫১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:২৮
ইন্দোনেশিয়ার পালেমবাং শহরের কাছাকাছি একটি যাত্রীবাহী বাস গিরিখাতে পতিত হয়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) বেংকুলু শহর থেকে দক্ষিণ সুমাত্রা দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাসটি। বাসে মোট ৩৮ জন আরোহী ছিলেন। পালেমবাং শহরের কাছাকাছি একটি গিরিখাতে পতিত হয়ে বাসটি নদীর স্রোতে ভেসে যায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী কর্তৃপক্ষে বিবিসিকে জানিয়েছে, তাদের ১২০ জন সদস্য এই দুর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের জীবিত বা মৃত অবস্থায় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ কী, তা জানা যায়নি। অধিকতর তদন্তের পর এ ব্যাপারে গণমাধ্যমকে অবহিত করা হবে।