Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ সিটিতে মঙ্গলবার মাঠে নামছেন ১৭২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট


২৪ ডিসেম্বর ২০১৯ ১১:৫৪

ঢাকা: ৩০ জানুয়ারি ঢাকা দুই সিটি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন ১৭২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৭২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১০০ জন দায়িত্ব পালন করবেন। ৩১ ডিসেম্বর পযন্ত দুই সিটিতে দায়িত্ব পালন করবেন তারা।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে নামানো সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে জনপ্রশাসন সচিবকে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে এবার ১৭২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে। এদের মধ্যে ডিএনসিসিতে দায়িত্ব পালন করবেন ৭২ জন এবং ডিএসসিসিতে থাকবেন ১০০ জন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকেই তারা নির্বাচনী এলাকায় মাঠে থাকবেন। এছাড়াও আরও ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন।’

ইসি সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না। আগামী ১০ জানুয়ারি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।

সূত্র আরও জানায়, ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ‘মোবাইল কোর্ট আইন-২০০৯’-এর আওতায় আচরণবিধি প্রতিপালন ও ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯’ এবং ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা-২০১০’ অনুযায়ী নির্বাচনি অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও চিঠিতে ২৭ জানুয়ারি পর্যন্ত ৩৬ দিন ঢাকা উত্তর সিটিতে ১৮ জন ও দক্ষিণ সিটিতে ২৫ জন— মোট ৪৩ জন ম্যাজিস্ট্রেট (প্রতি তিন ওয়ার্ডে একজন) নিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া, ভোটের আগে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট চারদিন ডিএসসিসিতে ৫৪ জন ও ডিএসসিসিতে ৭৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

টপ নিউজ নির্বাচন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর