ভারতের নতুন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা
২৪ ডিসেম্বর ২০১৯ ১১:১২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১১:৪২
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা দেশটির নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগ সংক্রান্ত কেবিনেট কমিটির এক প্রজ্ঞাপনের বরাতে সোমবার (২৩ ডিসেম্বর) এ খবর জানিয়েছে দ্য হিন্দু।
ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনীতিতে বিশেষজ্ঞ শ্রিংলা দুই বছর মেয়াদে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২০ সালের ২৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় গোখালের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, ২০১৫-১৮ সাল পর্যন্ত শ্রিংলা বর্তমান পররাষ্ট্র মন্ত্রী এস.জয়শঙ্করের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর একান্ত ইচ্ছার প্রেক্ষিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক প্রধানের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার প্রধান মিশন হবে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যু নিয়ে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে অবনতির দিকে যেতে থাকা সম্পর্কের উন্নয়ন করা।
প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্ণাঢ্য কর্মজীবন শুরু করার পর বাংলাদেশ, শ্রীলংকা, মিয়ানমার ও মালদ্বীপে ভার্তের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, নেপাল ও ভূটানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদের সময় তিনি সহকারী সচিবের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র গুলোর পারস্পারিক সহযোগিতা জোট সার্কের সহকারী মহাসচিব হিসেবেও তিনি কাজ করেছেন
আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হলেন হর্ষ বর্ধন শ্রিংলা
আরও পড়ুন-বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয়: হর্ষবর্ধন শ্রিংলা
টপ নিউজ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পররাষ্ট্র সচিব ভারত হর্ষ বর্ধন শ্রিংলা