ভিপি নুরের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা
২৪ ডিসেম্বর ২০১৯ ১০:২৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১২:৫৯
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নুরসহ তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন নীলক্ষেত ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দিন বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মামলা হয়েছে। ভুক্তভোগীরা ২৪ ঘণ্টার মধ্যে না আসায় পুলিশই মামলা দায়ের করেছে। মামলায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে।’
গ্রেফতার দুজন হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম বুলবুল ও আল মামুন। এছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন- এ এস এম সনেট, ইয়াসির আরাফাত তুর্য, ইমরান সরকার, ইয়াদ আল রিয়াদ, মাহবুব হাসান নিলয়, তৌহিদুল ইসলাম মাহিম।
মামলায় এর বাইরেও অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান এসআই রইচ উদ্দিন।
উল্লেখ্য, গত রোববার (২৪ অক্টোবর) দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন।