বাংলাদেশে বায়ু দূষণে বছরে ১ লাখ ২২ হাজার মানুষ মারা যান
২৪ ডিসেম্বর ২০১৯ ০৭:৩০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৩:২৬
ঢাকা: বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতিবছর এক লাখের বেশি মানুষ মারা যান। প্রায় সমান সংখ্যক মানুষ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বারসিক আয়োজিত ‘নগরের প্রবীণ এবং শিশুদের ওপর বায়ু দূষণের প্রভাব রোধে করণীয়’ শীর্ষক এক নাগরিক সংলাপে এ তথ্য জানানো হয়।
সংলাপে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ এফেক্টস ইনস্টিটিউটের বরাত দিয়ে পরিবেশ বিশেষজ্ঞরা জানান, বায়ু দূষণের কারণে দেশে বছরে ১ লাখ ২২ হাজার ৪০০ মানুষ মারা যায়। একই সংখ্যক মানুষকে সারাবছর ধরে ভুগতে হয় শ্বাসতন্ত্রের নানা জটিল রোগে। উচ্চমাত্রার বায়ু দূষণের কারণে শারীরিকভাবে বিকলাঙ্গ এবং মানসিক বুদ্ধিমত্তাহীন শিশুর সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, ২০১৯ সালে বায়ু দূষণের পরিমাণ ২০১৮ সাল থেকে গড়ে ২০% বেড়েছে। এর ফলে আক্রান্ত হয়েছে ৬ লাখ শিশু।
পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত এই ছয় বছরের ঢাকা শহরের বায়ুর মান পর্যালোচনা করে দেখা যায় যে, এ সময়ে ঢাকার বায়ু সবসময় আদর্শ বায়ুমান এর চেয়ে চার থেকে ছয় গুণ বেশি খারাপ ছিল। বায়ুমান খারাপ হওয়ার জন্য অতিক্ষুদ্র বস্তুকণা দায়ী, যার আকার ২.৫ মাইক্রন। এই অতিক্ষুদ্র বস্তুকণা আমার খালি চোখে দেখতে পাই না, এটি এত ক্ষুদ্র যে, আমাদের মাথার চুলের তুলনায় এটি ২০ থেকে ৩০ গুণ ছোট। এটি আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
নাগরিক সংলাপে আরও বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, বারসিকের পরিচালক পাভেল পার্থ, বারসিকের সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, বানিপার সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ।